তজুমদ্দিনে বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০ পিএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম সফিউল বারী বাবু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদল দোয়া ও মিলাদের আয়োজন করেন।
আজ শুক্রবার আছর বাদ এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে প্রয়াত সফিউল বারী বাবু’র আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শামছুদ্দিন আহাম্মেদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, দপ্তর সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান মিল্লাত, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, কাজল হাওলাদার, কাজী আলাউদ্দিন, নান্নু মিয়া, কামাল মোল্লা, নুরুদ্দিন, যুবদল নেতা আব্দুল হান্নান, বাহাউদ্দিন বাহার, আব্বাস উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি নেতা বত্তন মিয়া, আবু সরকার, মিজান মহাজন, ছাত্রদল নেতা আব্দুল্যাহ আল নোমান, জসিম পাটওয়ারী, নয়ন, কালু, মিরাজ, শিবির, নুরুল হক প্রমুখ।