সরকারকে পদচ্যুতে আরেকটি মহাযুদ্ধে অবতীর্ণ হউন : জাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪১ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়া-১- সারিয়াকান্দি-সোনাতলা সংসদীয় আসনের সর্বশেষ ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, শেখ হাসিনা আরেকবার চেষ্টা করছেন তার ঐ পুতুল নির্বাচন কমিশনের মাধ্যমে ইভিএমের মাধ্যমে আরেকটি জাতীয় সংসদের ভোট করতে।
তিনি বলেন, তারেক রহমান ঘোষনা দিয়েছেন, বাংলাদেশে ইভিএমে এই কমিশনের অধীনে কোন নির্বাচন হবেনা, হতে দেওয়া হবেনা। এই সরকার দেশ পরিচালনায় সম্পুর্ন ব্যর্থ হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদের আরেকটি মহাযুদ্ধে অংশগ্রহর করতে হবে। আপনারা প্রস্ততি নেন আন্দোলনের। সেই আন্দোলনে আমরা রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছন্ন করে দেব ইনশাল্লাহ। এবং সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আজ বৃহস্প্রতিবার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন। কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ডা: মহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এমআর ইসলাম স্বাধীন বলেন, আমলা করি সম্মেলনে যে নতুন কমিটি তৈরী হলো সেই কমিটির প্রতিটি সদস্য প্রতিটি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহন করবে। তারেক রহমান যে দিন সরকার পতনের ডাক দেবেন সেদিন কুতুবপুর বিএনপির নেতাকর্মীগন সারিয়াকান্দি দখল করে নেবে।
সাবেক ছাত্রনেতা শ্যামল মাহমুদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সিরাজুল ইসলাম ফুল, জাকির হোসেন বাবলু, আমিনুল মোমিন পিন্টু, শাহজাত হোসেন পল্টন, আতাউর রহমান, আক্তরুজ্জামান বুলবুল, মাহবুর রহমান মিলন, মহিদুল মুন্সি, পাভেল আহেমেদ, লুৎফর রহমান বাদল, নজরুল ইসলাম নিশান প্রমুখ।