ঢাকা মহানগর দক্ষিণের ১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় শাহজাহানপুরস্থ মির্জা আব্বাস এর বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানাধীন ১১ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মির্জা আব্বাস।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু, জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
সাংগঠনিক টীম প্রধান ও নগর বিএনপি'র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর বিএনপি'র যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, সিকান্দার কাদির, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা ফজলে রুবাইয়াত পাপ্পু, আ ন ম সাইফুল্লাহ খালিদ রাজন সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।