শ্রাবণ-জুয়েলের মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:২২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল'সহ সংগঠনের সকল নেতাদের মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর ফুলবাড়ীয়া পুরাতন বাস স্ট্যান্ড এবং আকুয়া হাজীবাড়ী মোড় এলাকায় পৃথক পৃথক ভাবে দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এবিক্ষোভ মিছিল করেন।
এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহাম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর ফুলবাড়িয়া পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
একই সময়ে নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটুর নেতৃত্বে অপর একটি মিছিল শুরু হয়ে আকুয়া হাজীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এ দু'টি মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
এ সময় পৃথক পৃথক সমাবেশে ছাত্রনেতারা অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।