মধুখালীতে ইউপি নির্বাচনে তিনটিতেই নৌকার পরাজয়, একটিতে জামানত বাজেয়াপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ এএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে নৌকার পরাজয় হয়েছে এবং একটির জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গতকাল বুধবার (২৭ জুলাই) সকাল আট টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলে।
তিনটি ইউনিয়ন এর ফলাফলে দেখা যায় ডুমাইন, আড়পাড়া ও মেগচামী তিনটি ইউনিয়নে মধ্যে মেগচামী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সাব্বির উদ্দীন শেখ ৪৪৭৪ ভোট পেয়ে বেসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: হাসান আলী খান নৌকা প্রতীকে পেয়েছেন ২৬২৮ ভোট।
অপর দিকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান (সাজ্জাদ) মোটরসাইকেল প্রতিকে ২৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান হোসেন বাবু নৌকা প্রতীকে পেয়েছেন ২২১ ভোট।
ডুমাইনে ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে ৩৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুরশিদ আলম মাসুম নৌকা প্রতীকে পেয়েছেন ৩১৬৬ ভোট।
তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪ জন এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ২৫৭ জন।