ছবির গল্পের উদ্যােগে খালেদা জিয়ার মুক্তি ও যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৪ এএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:২২ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
পাবনার থানা পাড়ায় ছবির গল্পের উদ্যােগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৫ জুলাই) বিকালে ছবির গল্পের প্রতিষ্ঠাতা ও জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও ছবির গল্পের সমন্বয়ক শাদমান ছাকিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিটন ফকির, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনোয়ার শামীম ছবির গল্পের সমন্বয়ক আবু রায়হান নয়ন ও মোঃ তৌহিদুল ইসলাম তাজুল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ছবির গল্পের সমন্বয়ক আব্দুল মান্নান ভুঁইয়া। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ছবির গল্পের সমন্বয়ক সানজিদা পরাগ।
বক্তৃতায় প্রধান অতিথি মামুন হাসান বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ছবির গল্পের নিরলস ভূমিকার প্রশংসা করেন।
প্রধান বক্তা মোনায়েম মুন্না মন্তব্য করেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্নীতি গ্রস্ত দেশের যুবকদেরকে উজ্জিবীত করার যে চেতনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন সেই একই চেতনার প্রতিফলন ছবির গল্পে রয়েছে।
বিশেষ বক্তা ইসহাক সরকার এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করে বলেন, বলেন, আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। আমাদের লড়াই মানুষের ভোটের অধিকার ও মত প্রকাশের অধিকার ফিরিয়ে দেয়া।
অনুষ্ঠান শুরুর আগে ছবির গল্পের কার্যালয়ে চা-চক্রে মিলিত হয় কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীরা। এ সময় ছবির গল্পের বিভিন্ন কর্মকান্ডের একটি ভিডিও চিত্র দর্শন করেন।