সৈয়দা ইকবাল মান্দ বানু করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ৮০ বছর বয়সী সৈয়দা ইকবাল মান্দ বানু বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আগের চেয়ে তার শরীর কিছুটা ভালো হলেও তিনি খাবার খেতে পারছেন না বলে জানা গেছে। সৈয়দা ইকবাল মান্দ বানু একজন সমাজসেবক। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। সমাজসেবায় তিনি স্বাধীনতা পদক লাভ করেন। সম্প্রতি বৃহত্তর সিলেটের ভয়াবহ বন্যায় সুরভী ফাউন্ডেশন বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিল। স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। তার বড় মেয়ে শাহীনা জামান বিন্দু অসুস্থ মায়ের পাশে থেকে সেবা করছেন। ছোট মেয়ে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বিক খোঁজখবর রাখছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।