ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথ একমাত্র ফয়সালা : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট না হলে গণঅভ্যুত্থান– দুটিই সাংবিধানিক পদ্ধতি। তাই ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথ হবে একমাত্র ফয়সালা।
আজ বুধবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক স্মরণসভায় একথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে দলটি।
দুদু বলেন, ‘তথাকথিত অনির্বাচিত নিশিরাতের প্রধানমন্ত্রী বলেন না কেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে চেয়ারে বসে আছেন? তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন– ‘আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসেন, আমি আপনাদের চা খাওয়াবো।’ অথচ আমরা বিএনপির পক্ষ থেকে এমন কোনো কর্মসূচি দেইনি। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী এখন বিএনপির কর্মসূচি নির্ধারণ করতে চান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘চায়ের দাওয়াত না দিয়ে জাতির সামনে বলেন যে, আসুন তত্ত্বাবধায়ক সরকার বহালের উদ্যোগ নিয়ে সেই সরকারের দুর্বলতা কাটিয়ে তুলতে আলোচনা করি, তাহলে আপনি মহারানী হয়ে থাকবেন।’
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র চাই, ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই। তবে এর অর্থ এই নয়– ভোট না হলে সরকারের পরিবর্তন করব না?
তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিশ্বস্ত কর্মী। আমরা জানি কিভাবে পরিবর্তন করতে হয়। আপনাকে (প্রধানমন্ত্রী) পরিবর্তন করতে ভোট নাকি গণঅভ্যুত্থান। জনগণও গণঅভ্যুত্থান চায়। ভোট না হলে গণঅভ্যুত্থান– দুটিই সাংবিধানিক পদ্ধতি। তাই ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথ একমাত্র ফয়সালা হবে। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য এটাই– ফয়সালা রাজপথে হবে।
তিনি আরো বলেন, প্রয়াত শফিউল বারী বাবু ৮৯-এর গণঅভ্যুত্থানের একজন নায়ক ছিলেন। তিনি বেঁচে থাকলে তিনিও গণঅভ্যুত্থান চাইতেন। তার স্বপ্নকে বুকে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব প্রমুখ বক্তৃতা করেন।