ধর্ষণ চেষ্টার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ এএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১০:১৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাসায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে স্থানীয়রা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
আজ বুধবার (২৭ জুলাই) সকালে এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের আওলাদ হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলাল হোসেন সজীব মঙ্গলবার রাতে ধামরাই পৌর এলাকার বাগনগর মডেল টাউনের সাবেক পুলিশ কর্মকর্তা দবির উদ্দিনের বাসায় এক তরুণীকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে রাতেই তাকে ধামরাই থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বুধবার সকালে ওই নারীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।