তালায় যুবদলের ৯টি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩১ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তালা উপজেলার ৯টি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোববার (২৫ জুলাই) রাতে তালা উপজেলার যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১নং ধানদিয়া ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন জি,এম সাইফুল ইসলাম, ১নং যুগ্ম আহবায়ক মো.এরশাদ শেখ, সদস্য সচিব মো. লিয়াকত আলী।
২নং নগরঘাটা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন এরশাদ হোসেন মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মহব্বত হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ বাচ্চু।
৪নং কুমিরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো.সেলিম উদ্দীন বিশ^াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাবলুর রহমান, সদস্য সচিব নূরুল ইসলাম মন্টু।
৫নং তেঁতুলিয়া ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন এম এম জাহাঙ্গীর আলম সবুজ, ১নং যুগ্ম আহবায়ক মো. আকরামুল ইসলাম, সদস্য সচিব ওলিউর রহমান।
৬নং তালা সদর ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. সাজু আহম্মেদ, ১নং যুগ্ম আহবায়ক মো.শাহিনুর ইসলাম ও সদস্য সচিব মো.কামরুল সরদার।
৮নং মাগুরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন শাহী উদ্দিন গাজী শাহিন, ১নং যুগ্ম আহবায়ক আসাদুল শেখ আসাদ, সদস্য সচিব সরোজিৎ কুমার সরকার।
৯নং খলিশখালী ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মেহেদী হাসান, ১নং যুগ্ম আহবায়ক মো. আজিবর রহমান গাজী, সদস্য সচিব মো. রিপন মোল্লা।
১০নং খেশরা ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. রফিকুল ইসলাম, ১নং যুগ্ম আহবায়ক মো. আব্দুল্লাহ শেখ, সদস্য সচিব মো. নাদিম হোসেন।
১১নং জালালপুর ইউনিয়নের ৩১সদস্যের কমিটিতে আহবায়ক হয়েছেন মো. মাসুদ রানা, ১নং যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির প্রমূখ।