ভিআইপি প্রথা বাতিলের আহবান আ স ম রবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে ‘প্রেসিডেন্ট’ এবং ‘প্রধানমন্ত্রী’ ছাড়া সকল ভিআইপি প্রথা বাতিলের আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, কথায় কথায় ভিআইপি প্রোটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি বাংলাদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত। ভিআইপির যাতাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
আজ সোমবার প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং আভিজাত্যের আড়ালে সমাজে ভয়ংকর বিভেদের দেয়াল গড়ে তুলছে যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে কোনক্রমেই সংগতিপূর্ণ নয়।
তিনি বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। দেশে আসার পর তারা হবে ‘সরকারি মেহমান’। সে লক্ষ্যে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাদের প্রেরিত রেমিটেন্সের কারণে আমাদের শান শওকত ও জৌলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনক্রমেই গ্রহণীয় হতে পারে না। আ স ম রবের উত্তরাস্থ বাসভবনে আলোচনায় অংশ নেন- জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম প্রমুখ।