নালিতাবাড়ীর উপ নির্বাচনে আ'লীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে আহত-১০ পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নের উপনির্বাচনে বাড়ীতে গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের উপনির্বাচনে নৌকা ও মোটসাইকেল প্রতিকের চেয়ারম্যান পদে দুই পক্ষের সমর্থকের মাঝে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এতে উভয় পক্ষের গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে। এদিকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতিকের প্রার্থী খোরশেদ আলম খোকা এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে রামচন্দ্রকুড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আ'লীগ নেতা খোরশেদ আলম খোকাসহ সমর্থকরা তাড়ানী গ্রামের নেকবরের বাড়ীতে ভোট চাইতে যায়। একই সময়ে নৌকা প্রতিকের সমর্থকরা সেখানে ভোট চাইতে যায়। এই ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে সংর্ঘষ বাঁধে। এ ঘটনার জেরে পার্শ্ববর্তী বৈশাখী বাজারে নৌকার প্রচার কেন্দ্রের সামনে নৌকা ও মোটরসাইকেল প্রতিকের সমর্থকের মাঝে সংর্ঘষ বাঁধে। এতে উভয় পক্ষে আহত হয় কমপক্ষে ১০ জন। এসময় আ'লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েলের ছেলে আরমান ইসলাম (১৮) গুরুতর আহত হয়। এছাড়া নৌকা প্রতিকের সমর্থকসহ আরও ৭ জন আহত হয়। অপরদিকে মোটরসাইকেল প্রতিকের সমর্থক আব্দুর রব গুরুতর আহত হলে আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আ'লীগ নেতা খোরশেদ আলম খোকা বলেন, ভোট চাইতে গেলে অমার কর্মীদের উপড় হামলা চালানো হয়। এতে আমার ২জন কর্মী আহত হয়। এছাড়া সীমান্ত পরিবহনে ইটপাটকেল নিক্ষেপ করায় গাড়ীর গ্লাস ভেঙ্গে গেছে।
আ'লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল বলেন, প্রতিপক্ষের হামলায় আমার ছেলে আরমানসহ ৮জন কর্মী আহত হয়েছে। আরমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, শান্তি শৃংখলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।