ফেনীতে জসিম গ্রেফতারের প্রতিবাদে ফেনী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩১ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতারের প্রতিবাদে ফেনী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে কমলাপট্টি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সহ-সভাপতি ডিপি বেলাল,সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত,পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম মাস্টার , সদস্য সচিব শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী সহ জেলা , পৌর ও সদর যুবদলের নেতৃবৃন্দ।