সরকার যাবে, সরকার পালাবে, শ্রীলংকার চেয়ে খারাপ হয়ে বিদায় নিবে : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪০ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার যাবে, সরকার পালাবে, শ্রীলংকার চেয়ে খারাপ হয়ে বিদায় নিবে। কিন্তু কিভাবে সে পালাবে সিদ্ধান্ত তার। এই সরকার পতন এখন সময়ের ব্যাপার। সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে বলে দেশকে বানিয়েছে আজিমপুর।
আজ শনিবার (২৩ জুলাই) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তার নিজ বাসভবন প্রাঙ্গণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ২০২২-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরো বলেন, এই সরকার বিদেশি শক্তির অধীনে ভাগ-বাটোয়ারা করে ক্ষমতায় থাকতে চায়। এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয় বলে মন্তব্য করেন তিনি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরে আনতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিনা ভোটে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনে বিএনপি আর যাবে না। তাই তিনি বলেছেন দেখা হবে রাজপথে, ফয়সালা হবে রাজপথে। হটাও মাফিয়া বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। তাই সংগঠন তৃণমূলকে শক্তিশালী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, রাজনীতি একটি সাধনা একটি দেশপ্রেম। যারা পদের লোভে রাজনীতি করেন তাদের দূরে থাকার পরামর্শ দেন। লোডশেডিংয়ের ব্যাপারে গয়েশ্বর বলেন, পুরো দেশ এখন বিদ্যুতের জন্য অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ থাকে না আমরা আছি জেনারেটরের উপরে। বিদ্যুৎ এখন মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আসে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মো. নাজীম উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, বিএনপি নেতা আব্দুল সালাম আজাদ, হাজী মো. ঈশা খান, ইমান উল্লাহ মেকিং, মো. শামীম, মো. জাহদিুজ্জামান ভাসানী প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে সকলের মতামত নিয়ে কন্ঠভোটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ শাহীন নবনির্বাচিত হন।