ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৫ এএম, ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর বিরুদ্ধে মিথ্যা মামলার হুলিয়া এবং হয়রানি বন্ধ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার (২৩ জুলাই) সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় ঘুরে বকশীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় উপনীত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবেনা। আমরা যেকোনো মূল্য নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো।
সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান বলেন, “সভা-সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্যের কারণে নতুন করে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নামে যে মামলা দেয়া হয়েছে সেটা দেশের ইতিহাসে নজীরবিহীন, এই মামলা স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশে বাক-স্বাধীনতা চূড়ান্ত হুমকির মুখে”।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, শাহজাহান শাওন, সজীব মজুমদার, শাফি ইসলাম, ওয়ালিউর রহমান জনি, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, আরিফুল ইসলাম আরিফ, হাসানুর রহমান, শামসুল হুদা সুজন, জসিম উদ্দিন, বায়জিদ হোসেন, ফারুক হোসেন, মশিউর রহমান।
আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিক, নাকিবুল ইসলাম চৌধুরী, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, মিনহাজ আহমেদ প্রিন্স, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল, স্যার এ এফ রহমান হলের সভাপতি মাসুম বিল্লাহ, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মোঃ মাসুৃম বিল্লাহ, হাজী মুহম্মদ মুহসিন হলের সভাপতি ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের গাজী মোঃ সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি তারেক হাসান মামুন, সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি নাসির উদ্দীন শাওন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম শাহীন, জগন্নাথ হল ছাত্রদলের সাধারন সম্পাদক সুপ্রিয় দাস শান্ত, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, ফজলুল হক হল ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সাধারন সম্পাদক ইমাম আল নাসের মিশুক, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাধারন সম্পাদক হোসাইন আহমেদ সাদ্দাম মীর, হাজী মুহম্মদ মুহসীন হলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, সহ সভাপতি কাওসার আহমেদ আশিক, যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম নয়ন, সাইফ মাহমুদ, ফজলুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুর আলম ভূইয়া ইমন, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জসিম খান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান, সাংগঠনিক সম্পাদক আল আমিন পলাশ, তানভীর হাদী মায়েদ, কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবিদ হাসান, প্রচার সম্পাদক তানভীর বারী হামিম,শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, মোঃ আব্দুল্লাহ সাব্বির।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মুন্সি মেহেদি হাসান সোহাগ, মোঃ আরিফ হোসেন, কর্মী তানভীর হাসান, ইমন হোসেন, সৈয়দ ইয়ানাথ ইসলামসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।