শাজাহানপুরে আশেকপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ২২ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোর্শেদ মিল্টনের নি:শর্ত মুক্তির দাবিতে শাজাহানপুরে আশেকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় রানীর হাট বন্দর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাটোর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবারক আলী আকন্দের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন। ইউনিয়ন বিএনপির সদস্য নুরুন্নবী প্রামাণিকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য মনোয়ার হাসান তালুকদার, আজাদুর রহমান, ফজলুল হক কাজী, সাইদুজ্জমান তারা, সজিবুল আলম সজিব, কামরুল ইসলাম, আবুল কালাম, সখান, মতিউর রহমান মতি, হেলাল উদ্দিন, বাদশা, রাজ্জাক, সুলতান, শহিদুল, সেলিম, বোরহান, মাহফুজ, মোস্তাক, মিজু, আলফাজ, হারুন কোরবান, জোবায়ের, মুকুল, ছাত্রদল সভাপতি সৈকতসহ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মোর্শেদ মিল্টনকে মুক্তি না দেওয়া হলে শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন বিএনপি থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। উল্লেখ্য, আওয়ামী সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি নেতা মোর্শেদ মিল্টন কারাগারে রয়েছেন।