সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশের সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড সাইফ মাহমুদ জুয়েল, কমরেড মেহবুব মিয়া সদস্য কেন্দ্রীয় কমিটি, কমরেড আজাদ রহমান, কমরেড সামসুল হক ভুলু, কমরেড নুর উদ্দিন ঢালী, কমরেড সুমন হাওলাদার উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির নেতৃত্বে প্রতিনিধি দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মৃধা মোহাম্মদ আল আমিন, ওমর ফারুক উপস্থিত ছিলেন।