মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ এএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫.০০টার সময় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু'র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহ মোস্তফা রোডস্হ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু বক্তব্যে বলেন, শিষ্টাচার আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং তারেক রহমানের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর জবাব রাজপথে দিবে।
এছাড়াও বক্তব্য রাখেন - জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই পিপলু, সদর উপজেলা যুবদল আহবায়ক মোঃ হাফেজ আহমদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ মনসুর আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ শেখ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রুমান আহমদ, জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আমির মোহাম্মদ, পৌর যুবদল আহবায়ক মোঃ মাহবুবুর রহমান সিপন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সিবলু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাফিউল আহমেদ জুসেফ, সম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম জনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ শাহ মুজিব, পৌর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, সহ জেলা পৌর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।