তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০২:১১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ বুধবার বিকেলে বগুড়া জেলা যুবদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করা হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফারুকে আজম, শাহানেওয়াজ সাজন, রেজাউল করিম লাবু, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনার রশিদ সুজন, ফরিদ আহম্মেদ মুন, শাহাদত হোসেন সোহাগ, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, মেহেদী হাসান নয়ন, মোসলেম উদ্দিন স্বপন, রেজাউল করিম, জাহাঙ্গির আলম বিপুল, সদর থানা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম-আহবায়ক আইয়ুব, শেরপুর পৌর শাখার আহবায়ক শাহাবুল করিম, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম সম্রাট, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, গাবতলী পৌর আহবায়ক হারুনুর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, শাহাজানপুর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম মুকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ হাসান আরমান, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ রুবেল, পৌর শাখার আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, সারিয়াকান্দি উপজেলার যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, কাহালু উপজেলার আহবায়ক জিল্লুর রহমান, আদমদিঘী উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল আলী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।