পুলিশের বাঁধা উপেক্ষা করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর নেতৃত্বে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর আলম সুফল, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন ও ফেনী পৌর সদস্য সচিব ইকবাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।