নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:১৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যে প্রদানের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুর নেতৃত্বে বৈরী আবহাওয়ার ভারী বৃষ্টি উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
আজ বুধবার কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে প্যারাডাইস ক্যাবলের সামনে এসে জড়ো হতে থাকে।
পরে সকাল এগারোটার দিকে ভারী বৃষ্টি উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে এসময়ে আরও মিছিল উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সহ-সভাপতি জাকির হোসেন রবিন, সহ-সভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক আঃ জব্বার, খায়রুল কবির মুন্না, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন পায়েল, নজরুল ইসলাম, সদস্য মোঃ বাচ্চু, মো. হজরত আলী, এম এ কাদির, মো. রানা, মিজান সিকদার, রোবেল, রাব্বানী, মোক্তার হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক কাজী মাজেদুল ইসলাম, তাত বস্ত্র সম্পাদক মিজানুর রহমান মিঠু, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন, ডাঃ মাসুদ, আকাশ, মঞ্জু, ফরহাদ, আর এস রোবেল, হোসেন,শুক্কুর, রানা, হৃদয়, ইসমাইল, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব আলী আহম্মেদ, যুগ্ম আহবায়ক ইলিয়াস ভুইয়া, মিলন মোল্লা, সাজ্জাদ হোসেন চিশতি, মফিজুল ইসলাম, মিজান, আল আমিন, রফিকুল ইসলাম, আয়নাল, শিপলু জাহান, ইব্র্রহিম পাটুয়ারী, মোবারক, আলম, দেলোয়ার, রমজান, বাদশা, বিল্লাল হোসেন খান,বাচ্চু, আল আমিন, রাজন, রোকন, সিরাজুল, কাঞ্চন পৌরসভার সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব নাইম মিয়া, বাদল ওবায়দুল, এমদাদুল, খোরশেদ, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হান্নান, মনজুল ইসলাম, নুরুল ইসলাম, সফিকুল, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ফয়সাল ভুইয়া রিপন, সদস্য কাজী কামাল, কায়েস মিয়া, ডালিম মিয়া,ফজলুল হক ভুইয়া, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ব্রাক্ষন্দী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।