ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০২:১৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আওয়ামী লীগ নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ।
আজ বুধবার সকালে শহরের ইসলামপুর রোডে অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
এদিকে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর রোড থেকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক উঠার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।