জামালপুরে ছাত্রদলের ১১ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জামালপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মীকে আটকের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সদর আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা গেছে, বেআইনিভাবে সরকারি কাজে ও পুলিশের কর্তব্যপালনে বাধা প্রদানের অভিযোগে ৩০ জন ছাত্রদল নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে ১৯ জুলাই এসআই মাসুদ সিকদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গতকাল সোমবার বিকেলে স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচী থেকে ফেরার সময় জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোসাব্বির মিথুন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ খান, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহিম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরান উল্লাহ সৌরভ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিন আহমেদ, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: বাবু, ৩নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: হিরা, ছাত্রদল নেতা মনিরুজ্জামান, রিফাত, সুমনকে আটক করে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাদেরকে ওই মামলায় জেল হাজতে প্রেরণ করে আদালত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় তাদেরকে পুলিশ ধাওয়া করে। এ সময় ১১জন নেতাকে আটক করে পুলিশ। আজ তাদের জেলা হাজতে প্রেরণ করেছে আদালত, তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।