তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে না.গঞ্জ যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। ওই বক্তব্যকে ‘ধৃষ্টতাপূর্ণ’ আখ্যা দিয়ে প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কবির হোসেন।
গত ১৭ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখ্যা দেন। মন্নাফী বলেন, ‘সে (তারেক) বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাঁকে কোনো দিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর জিব কর্তন করবে।’
মন্নাফীর এই বক্তব্যের প্রতিবাদে বেলা ১১টায় নগরীর চাষাঢ়া রেল স্টেশন এলাকার নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি চাষাঢ়া বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে থামেন। সেখানে প্রতিবাদ সমাবেশ করে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন বলেন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি ১৮ কোটি মানুষের ভোটের অধিকার, দেশের গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছেন, সেই তারেক রহমানের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আওয়ামী লীগের নেতারাই দিতে পারে। কারণ তাদের কোন বোধগম্য নেই। এই দালালদের দেশ থেকে উৎখাত করতে হবে। সেই উৎখাতের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, তাই তারেক রহমানকে এত ভয়। তাকে দেশে আসতে দিচ্ছে না।
পরে মশিউর রহমান রনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই শিষ্টাচার বিষয়টি অনুপস্থিত। মন্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসী ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে নারায়ণগঞ্জ জেলা যুবদল রাজপথে এর জবাব দেবে।’
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের আহবায়ক সদস্য সচিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।