তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা মান্নাফি কর্তৃক কুরুচিপূর্ণ ও দৃষ্টান্তপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গতকাল সোমবার বিকাল ৪ টার সময় ময়মনসিংহের ফুলপুর উপজেলার থানা রোডস্থ্য দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সদস্য সাবেক এমপি আবুল বাশার আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার তিনি বলেন সরকার তারেক রহমানকে ভয়পায়, মানুষের শরীরে অতিরিক্ত জ্বর হলে যেমন আবোল তাবোল বলে তেমনি কোটি কোটি মানুষের ভালবাসার আস্থার স্থল তারেক রহমানের জনপ্রিয়তায় এই সরকার ভয়পেয়ে তার নেতা কর্মীরা কাঁপতে শুরু করেছে।
সরোয়ার বলেন, অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জের সাবেক এমপি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বর্তমান সদস্য শাহ নুরুল কবীর শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা ব্এিনপির সাবেক যুগ্ম আহবায়ক গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উত্তর জেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরী।
আরো ব্ক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদসদের মধ্যে এমদাদ হোসেন খান, আব্দুল হেকিম মন্ডল, কুদরত আলী, মফিদুল ইসলাম ফকির, আমজাদ সরকার, মোজাম্মেল হক তালুকদার, কাজী আব্দুল বাতেন, একে এম আজহারুল হক রিপন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল প্রমূখ ।