তারেক রহমানকে নিয়ে মান্নাফীর বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৩ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৯ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা যুবদল। জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.তৌফিক আলী খান কবিরের নের্তৃত্ত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় শহরের কাঠপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বনানী এলাকায় এলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশি বাঁধা পেরিয়ে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, জেলা যুবদলের প্রচার সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম সুজন, বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বশির উদ্দিন পঞ্চায়েত, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান খান ও জাকির আলম মিলন প্রমূখ।