তারেক রহমানকে নিয়ে মান্নাফীর বক্তব্যের প্রতিবাদে জয়পুরহাট জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামীলীগ নেতা মান্নাফীর কটুক্তির প্রতিবাদে জয়পুরহাট জেলা যুবদলের বিক্ষোভ মিছিল চিনিকল সড়ক থেকে শুরু হয়ে জয়পুরহাট জেলা বিএনপি অফিসের সামনে সমাবেশ আনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহ্নেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব, মোক্তাদুল আদনান শাহরিয়ার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, আবু রায়হান উজ্জল, শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বী, সদস্য সচিব, আদনান শাহরিয়ারসহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক হারুনূর রশিদ জুয়েল, তৌফিক এলাহি, আব্দুল মতিন এবং জেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন, এফতাদুল হক, মাযহারুল হক সেঞ্জু, ফজলে বিন রয়েল, সাগর, হাবিবুল্লাহ, উজ্জ্বল, মনির, লিটন, সম্রাট, বাদশা, রবিন, সাগর, বেনু, ফরহাদ, ফিদা, ফাহাদ সহ অন্যতম যুবনেতা রাশেদুজ্জামান রাশেদ, তারেক, সুব্বা, সুমন।