মান্নাফীকে বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্যথায় রাজপথে আগুন জ্বলবে : বগুড়া জেলা ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ এএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদিক্ষণ করে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, জাহাঙ্গীর আলম মানিক, যুগ্ম সম্পাদক নাদিম মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাজু আহম্মেদ রবি, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উজ্জল হোসেন, অভি সহ জেলা ছাত্রদলের অধীনস্থ ২৮ টি ইউনিট সমূহের নেতৃবৃন্দ।