ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফেনী জেলা ছাত্রদলের সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ট্রাংক রোড়ের প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে আজ সোমবার বিকাল ৫টা সময় সেন্ট্রাল স্কুলের সামনের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্বাস পাটোয়ারী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু ও জাফর উল্লাহ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন ও নিরান, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইয়াসিন, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক মাইনুল হক, সদস্য সচিব নুর আলম সোহাগ, সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিঙ্কু, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়ন, ছাগলনাইয়া সরকারি কলেজের আহ্বায়ক মোহাম্মদ আসিফ, ছাগলনাইয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব গাজী ইকবাল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া, সোনাগাজী, দাগনভূঞা, উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।