তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার ১২ টায় সিএমএম কোর্টের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটে গিয়ে শেষ হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় সভাপতি আসাদুজ্জামান আসলামের বক্তব্যের মধ্যদিয়ে বিক্ষোভ শেষ হয়।
জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, তারেক রহমানকে নিয়ে কথা বলে বাংলাদেশের আবেগের জায়গায় কেউ আঘাত করলে কোন ক্ষমা হবে না। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সরাসরি প্রতিরোধ করবে।
সঞ্চালনায় সাধারণ সম্পাদক বলেন, বেয়াদব মান্নাফি একজন কুলাঙ্গার, সে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নিজের রাজনৈতিক অযোগ্যতার প্রমাণ দিয়েছে। আওয়ামী লীগ এখন অর্থবদের লালন করে যারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে।
বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন উপস্থিত থেকে তাঁর অবস্থান ব্যাক্ত করে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন ভূইয়া, সাবেক প্রচার সম্পাদক জুয়েল মৃধা।
তাহসান রেজা, খোরশেদ রকি, রাজ্জাকুর রাজ, জাফর আহম্মেদ, সুমন সরদার, সাইফ সবুজ, মোস্তাফিজুর রহমান রুমি, নিবির, মাহমুদ, পরাগ, রাসেদ, পলাশ, সজিব, আরিফ, আরাফাত, হিরা, ইমরান, শাওন, রবিনসহ প্রমুখ।