তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৩:২৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ আওয়ামীলীগ নেতা মান্নাফির ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুর ১টায় চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালখান বাজার মোড় প্রদক্ষিণ করে টাইগার পাস গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। সরকার রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ঢাকা দক্ষিণ আওয়ামীলীগ নেতা যে অশ্রাব্য ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অন্য বক্তব্যে শরিফুল ইসলাম তুহিন বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আদর্শবান নেতা। তাঁকে নিয়ে আওয়ামীলীগ নেতার ঔদ্ধ্যতপূর্ণ বক্তব্যর তীব্র ঘৃণা জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে রাজপথে এর কঠিন জবাব দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তরিকুল ইসলাম তানবীর, সামিয়াত আমিন জিসান, মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মাহবুবুর রহমান বাবু, নুর জাফর নাঈম রাহুল, নুর নবী মহররম, সদস্য শামসুদ্দিন শামসু, ইমরান হোসেন বাপ্পি, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, মাহমুদুল হাসান রাজু সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।