তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহামেদ মান্নাফের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ সোমবার দুপুরে শেরপুর জেলা হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ্র দে, সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস, হৃদয়, রনি, সোহাগ, উজ্জল, লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবির, বাবু, প্রচার সম্পাদক মাহিন, শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান আসিফ, যুগ্ম আহ্বায়ক সোহাগ দে, রনি ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি, আহসান, সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাপনী বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, দেশনায়ক, ছাত্রদলের প্রাণের স্পন্দন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারী মান্নাফের পিঠের চামড়া তুলে নিবে ছাত্রদল। তারেক রহমানকে অপদস্থ করলে বা তার উপর কোনরকমের ষড়যন্ত্র ও কুটচাল হলে ছাত্রদলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবেনা, রক্ত ও জীবনের বিনিময়ে এর প্রতিশোধ নিবে। যে কোন মূল্যে দেশনায়ক তারেক রহমানের সম্মান ও মর্যাদা রক্ষা করা হবে।
এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডিউনের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।