তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্র্ণ বক্তব্যের প্রতিবাদে ১ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
কর্মসূচিঃ
আগামী ১৮ জুলাই ২০২২ ইং, সোমবার, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও জেলা সমমান শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।