কারাবন্দী বিএনপি নেতা হারুনের পরিবারের পাশে গাবতলী উপজেলা সা'সম্পাদক নতুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১২:৩৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
কারাবন্দী বগুড়ার গাবতলী পৌর কাউন্সিলার ও বিএনপি নেতা হারুনুর রশিদ হারুনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে শান্তনা ও খোজখবর নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
গতকাল শনিবার (১৬ই জুলাই) গাবতলী পৌর এলাকায় তার নিজ বাসায় গিয়ে হারুনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু সহ পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।