ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপি'র ত্রাণ সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১২:১৬ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছে বিএনপি।
আজ রবিবার (১৭ জুলাই) গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপি, ফেনী, ভোলা ও পিরোজপুর জেলা বিএনপি।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি থেকে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আবুল হোসেন বক্কর, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহবায়ক ইয়াসমিন চৌধুরী লিটন, চট্টগ্রাম কোতোয়ালি থানা বিএনপি সভাপতি জাকির হোসেন।
ফেনী জেলা বিএনপি থেকে উপস্থিত ছিলেন আহবায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুন্ম আহবায়ক আলাউদ্দিন গঠন।
ভোলা জেলা বিএনপি থেকে উপস্থিত ছিলেন সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুনর রশীদ, ভোলা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক।
পিরোজপুর জেলা বিএনপি থেকে উপস্থিত ছিলেন আহবায়ক আলমগীর হোসেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ঝালকাঠি জেলা বিএনপি এডভোকেট সৈয়দ হোসেন সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।
এ ছাড়াও বিএনপি মহাসচিব-এর সাথে ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল কদ্দুস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
পরে উপস্থিত সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয় গুলো নিয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।