সারিয়াকান্দিতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৩ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিল বের হয় । বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় মাদ্রাসা মোড়ে উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা সাহাদৎ হোসেন সনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লাল মাহমুদ লাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুবদল নেতা ফরহাদ, রউফ, নায়েব আলী, ইঞ্জিল, লিটন, রব্বানি, সোহেল, রয়েল, তানভির, নাহারুল, বাপ্পি, রবিউল, শফিকুল, যুবায়ের, রশিদ, স্বপন, জাহিদুল, পুটু, মাসুদ, মোশারফ, মাহাবুব, রহিম. মনির, আজিজ, আইয়ুব, হাসেম, মিলন, আমিরুর, মিনাল, বেলাল, মজনু, আজিজ, রফিকুল প্রমুখ।