শাজাহানপুরে যুবদল নেতা ধ্বনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুর মাহমুদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, সাজেদুর রহমান সাজু, আব্দুর রউফ, সদস্য মোস্তফা, লিটন, রাজিব, লাল মিয়া, সানোয়ার, ইউনিয়ন যুবদল নেতা মনির হোসেন, আবুল কাশেম, আলাউদ্দিন, ফোরকান, পলাশ, বাবু, মানিক, নান্নু, মজিদ, হলুদ, মানিক, মামুন, মাসুম, ইউসুফ, সোবহান, শহিদুল, দুলাল, লতিফ, সোহেল, জুয়েল, মিজানুর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অতি দ্রুত যুবদল নেতা বদিউজ্জামান ধ্বনি হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, নইলে শাজাহানপুর যুবদল বৃহত্তর আন্দোলন সংগ্রামের ডাক দেবে।