বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে চাটমোহরে যুবদলের বিক্ষোভ, পুলিশি বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ শনিবার বিকেল সাড় ৫টায় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর সদরের বালুচর এলাকায় সবুজ সংঘ ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এসময় পুলিশ বাঁধা দিলে সবুজ সংঘ ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু ও পৌর বিএনপি'র আহবায়ক মোঃ আসাদুজ্জামান আরশেদ।
সমাবেশে বক্তব্য দেন, মোঃ নুরুল ইসলাম আরোজ খান, এএম জাকারিয়া, সেলিম রেজা, মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল সরকার, মোঃ তানভির হোসেন লিখন, আব্দুর রশিদ, মোঃ হারুনুর রশীদ প্রমূখ।
ধ্বনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।