পবা উপজেলায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পবা উপজেলার হরিপুর বাজারে আজ শনিবার বিকাল ৫টায় হরিপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনীতে হরিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কাইয়ুম উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু, আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহম্মেদ, সাবেক যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, আক্তারুজ্জামান, রাজু আহম্মেদ, ইব্রাহিম তানসিন, শরিফুল ইসলাম, মাজদার রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সোহেল রানা হিটলার, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আক্তারুজ্জামান, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক রনি আহম্মেদ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফসহ হরিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।