সিরাজগঞ্জ সংসদীয় ৫ আসন বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপির সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির শেরনগরে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলুর বাসভবনে সিরাজগঞ্জ সংসদীয় ৫ আসনের বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল। সভা পরিচালা করেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম আজম।
সিরাজগঞ্জ সংসদীয় ৫ আসনের বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা খাতুন।
আরও বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ খান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহবায়ক সাইদুল ইসলাম, চৌহালী উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদ মোল্লা, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি পৌর বিএনপির সদস্য মানোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের সভাপতি ওয়াহাব মন্ডল, বেলকুচি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কায়ুম ভুঁইয়া, বেলকুচি পৌর যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব আলী, বেলকুচি উপজেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, বেলকুচি উপজেলা, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খায়রুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুর কাদের সমন্বয় সভায় সিরাজগঞ্জ সংসদীয় ৫ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।