বিএনপি নেতা মিল্টন’সহ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে কাগইল ও দূর্গাহাটা’য় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৬ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সহ উপজেলা বিএনপির নেতা ফজলে রাব্বী মন্ডল ফিরোজ ও হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল শুক্রবার বাদমাগরিব বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক মিজানুর রহমান হিলু’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের আজমল হোসেন শীষ, মিনহাজ হোসেন, আব্দুস সবুর সবুজ, আতাউর রহমান, মোরশেদ আল আমিন লেমন, আবু বক্কর, দুদু মিয়া, অপু, ফেরদাউস, হেফজুল বারী, নুরু, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, আবু মুসা বাবুল, আজিজুল হক, আলপনা কবির বাবু, রুস্তুম আলী, ফারুক, সিহাব, সাদ্দাম, সাহস, রিপন, রাকিবুল হাসান রাকিব, সজিব, সম্রাট, মাছুম, রকি, রিপন, জামিল, হারুন, রব্বানী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ।
অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সহ উপজেলা বিএনপির নেতা ফজলে রাব্বী মন্ডল ফিরোজ ও হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল শুক্রবার বাদ আছর বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি একাব্বর হোসেন একাব এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুর মোরশেদ।
উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম রাঙ্গা’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মোজাম্মেল হক, ইউপি সদস্য শফিকুল ইসলাম, হান্নান, হাফিজার, পিন্টু, সাইফুল, সাহাদত, রেজাউল, আশরাফ, রাজ্জাক, রিপন, ইসরাফিল, হযরত, মোহাম্মাদ, মজিদ, আক্তারুল, কামরুল ইসলাম, বিষু, টিটু, সানলু, লিটন, বাদল, রিপন, তাহের, জাহিদুল, আরিফুল, তৌহিদুল ইসলাম, আশিক হাসান, পিয়াস, আরাফাত, বিদ্যুৎ, আলমগীর প্রমূখ।