কুলিয়ারচরে বিএনপি নেতা শরীফুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৪ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের রড়ছয়সূতী আরব আলী খান চকবাজারে জিয়া পরিষদের আঞ্চলিক কার্যালয়ে শরীফুল আলমের রোগ মুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ জাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ শাহ্ আলম, ৫নং ওয়ার্ডের মেম্বার উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমেদ, ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রজব মিয়া ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্প্দক আবু তাহের, বিএনপি নেতা পাশসা মিয়া, মোঃ সোহরাফ মিয়া, মোতাহার, আলআমীন মিয়া, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সভাপতি আমান উল্লাহ্ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কাইসার হামিদ, মোঃ মাইন উদ্দিন, মোঃ নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার, আরিফুল হক, আলী সোহেল, শাহীন সুলতানা, সবুজ মিয়া প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একই সঙ্গে দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বড় ছয়সূতী চকবাজার আরব আলী খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শহিদুল্লাহ। তাছাড়াও উপজেলার বিভিন্ন জুম্মা'র মসজিদে গত শুক্রবার জুম্মার নামাজের পর পৃথক পৃথক ভাবে মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।