কেশরহাট পৌর বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, পবা-মোহনপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন।
আজ শুক্রবার (১৫ জুলাই) উক্ত মতবিনিময় সভা পরিচালনা করেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন কেশরহাট পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব।