লাকসামে যুবদল নেতা সফিউল্লাহর শয্যাপাশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৫ পিএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৩৯ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
গত ৯ জুলাই (শনিবার) লাকসামের যুব ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত লাকসামের যুবদল নেতা সফিউল্লাহর পা এবং কোমরে গতকাল সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।
মোবাইল ফোনে সফিউল্লাহর পরিবার সুত্রে জানা যায়, তার হাঁটুর নীচে (পায়ের নালা) এবং কোমরের হাড়গুলো উপুর্যপরি আঘাতে ভেঙ্গে থেতলিয়ে যাওয়ায় অনেকটাই পাউডারের মত হয়ে গেছে। যার ফলে অপারেশন কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগেছে। পরিবারের ভাষ্যমতে সফিউল্লাহ এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। আল্লাহর মেহেরবানীর পাশাপাশী উন্নত চিকিৎসা পেলে সফিউল্লাহ হয়ত বেঁচে থাকবে তবে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা সে বিষয়ে সফিউল্লাহর গোটা পরিবার সন্দিহান।
এদিকে আজ বিকালে লাকসাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক এসএম তাজুল ইসলাম খোকন ও লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, লাকসাম পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী, জনতার মেয়র বেলাল রহমান মজুমদারের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা মুমুর্ষ সফিউল্লাহর শয্যাপাশে যান।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মানিক, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মনু।
নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসক এবং হসপিটাল কতৃপক্ষের সাথে কথা বলেন এবং সফিউল্লাহর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এসময় বিএনপি নেতারা তার পরিবারের সদস্যদের শান্তনা দেন। পাশাপাশী টাকাপয়সার চিন্তা না করে সফিউল্লাহর চিকিৎসা চালিয়ে নেয়ার অনুরোধ করেন এবং আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করতে বলেন।