যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০৮ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি'র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) মিছিলটি নগরীর সাগরপাড়া বটতলা মোড় থেকে শুরু করে রানী বাজার ঢোপকলের মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, রায়হান আলম, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, আব্দুল ওহাব সভাপতি রাকাব, শাহমুখদুম থানা বিএনপি নেতা জিল্লুর রহমান।
সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক, মাসুদুর রহমান সজন, সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম খান, যুগ্ন আহ্বায়ক মিলন প্রামানিক, যুগ্ম আহ্বায়ক লতিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রাজন, যুগ্ম আহ্বায়ক মুকুট, যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, যুগ্ম আহ্বায়ক হাবিব, যুগ্ন আহ্বায়ক রনি, যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সোহেল, সদস্য রাসেদুল,
সদস্য রেন্টু, সদস্য,শফিকুল ইসলাম শফি, সদস্য বুলবুল আহমেদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাশেল বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক, এছাড়াও জেলার অধিনস্ত সকল উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।