ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৫৮ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নগরীর জিলা স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিএনপি কার্যালয়ের গিয়ে সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি যুবনেতা মোঃ সুজাউদ্দৌল্লাহ সুজার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহন করেন।
এসময় নেতাকর্মীরা যশোর যুবদল নেতা বদিউজ্জামান ধনি'র হত্যাকারীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুমকি দেন নেতাকর্মীরা।
এসময় যুবদল নেতা মোঃ আজিজুল হক, শফিকুল ইসলাম ফরহাদ, তানভীর ফয়সাল, আঃ মাজেদ, ইয়াসিন, মনির, তারিক, মোশারফ, রয়েল, রাব্বী, জীবন, বাপ্পীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।