এই সরকারের আমলে যে হত্যা, গুম, ধর্ষণ হয়েছে ৫০ বছরে তা হয়নি : মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে যে পরিমান বিএনপি নেতাকর্মীসহ মানুষ হত্যা, গুম, খুন ধর্ষণ, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, স্বাধীন বাংলাদেশের সরকারের ৫০ বছরের ইতিহাসে সব সরকার মিলিয়েও এতও মানুষ হত্যা, গুম, খুন ধর্ষণ, অত্যাচার, নির্যাতনের শিকার হয়নি।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের প্রতিবাদে জামালপুরের সাবেক যুবদলের নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ারেছ আলী মামুন একথা বলেছেন।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা মনজুরুল করিম জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, আমান উল্ল্যাহ আমান, সজিব খান, শাহ মাসুদ প্রমূখ।