যুবদল নেতা বদিউজ্জামান হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কতৃক যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে রংপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১২ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু ও সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুর নেতৃত্বে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে যুবদল নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়ে বলেছেন.দেশের বর্তমান আওয়ামী লীগ সরকার একটি অবৈধ সরকার। এই সরকার সব দিক থেকে ব্যর্থ। এখন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী হত্যার পরিকল্পনা নিয়েছে। তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে যুবদল প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে রাজপথে শহীদ হবে তবুও এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আগামী দিনে আঘাত আসলে পাল্টা আঘাত হানা হবে।
সমাবেশ থেকে যুবদল নেতা বদিউজ্জামানের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।