যশোরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে নোয়াখালীতে কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০১ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামানকে আওয়ামী সন্ত্রাসীরা নিজ বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) নোয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় প্রতিবাদ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ মো. শাহজাহান।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জেলা বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাাহ বাহার হিরণ, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, বর্তমান নিশিরাতের সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের খুন, গুম করা হচ্ছে। কিন্তু সরকার জানে না এই দিনই শেষ দিন নয়। দিন আরো আছে। সেদিনের জন্যই বাংলার জনগণ তাকিয়ে আছে। সেদিন আর বেশী দূরে নয়।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এইসব গুম- খুনের বিচার করা হবে। আর এর জন্য দলের সব পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্যের বন্ধন থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দল তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।