নরসিংদীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপি’র আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর কান্দাপাড়া গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আজ বুধবার বিকেলে মাধবদী থানা যুবদলের আয়োজনে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহান উল্লাহ (শাহান) এর সভাপতিত্বে ও মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শাহিদুজ্জামান অপু এর সঞ্চালনায় উস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইলিয়াস আলী ভূঁইয়া, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এসময় বিএনপি নেতারা বলেন, দমন-নিপীড়নের পরও বিএনপি প্রতিটি দুর্যোগ-মহামারিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা অসহায়দের পাশে থাকবো।